স্থানীয় গভর্নর বলেছেন, উত্তর-পশ্চিম তুরস্কে একটি বিস্ফোরক কারখানায় আজ একটি শক্তিশালী বিস্ফোরণে 12 জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।
ইসমাইল উস্তাওগলু বেসরকারি এনটিভি সম্প্রচারকারীকে বলেছেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, বালিকেসিরের কারেসি জেলায় বিস্ফোরণে 12 জনের মৃত্যু হয়েছে”।
ফুটেজে প্ল্যান্টের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁচ এবং ধাতুর টুকরো দেখা গেছে।
বিস্ফোরণটি সকাল 8:25 টায় (0525 GMT) প্ল্যান্টের একটি অংশে ঘটেছিল, গভর্নর বলেন, বিল্ডিংয়ের সেই অংশটি ধসে পড়ে।
প্রসিকিউটররা তদন্ত শুরু করেছে।
Leave a Reply