এবার মেজর লিগ সকারে সাপোর্টাস শিল্ড জিতেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এই জয়ের ফলে তারা ২০২৫ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। আজ এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে।
মধ্য আমেরিকা অঞ্চলের চ্যাম্পিয়নস লিগ বলে খ্যাত এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো অংশ নেবে মায়ামি।
মায়ামি প্রথম রাউন্ডে ম্যাচ খেলবে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে। কানসাস সিটি এবার ইউএস ওপেন কাপের রানার্সআপ দল। মেজর লিগ সকারে কানসাস খেলে থাকে ওয়েস্টার্ন কনফারেন্সে।
এই ম্যাচে জিতলে মায়ামি শেষ ষোলোতে খেলবে কাভালিয়েরের বিপক্ষে। কাভালিয়ের ২০২৪ সালের ক্যারাবিয়ান কাপ জয়ী দল। এই ক্লাবটি জ্যামাইকার।
২০২৪ সালে মায়ামি কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছিল মেক্সিকোর ক্লাব মন্টেরির বিপক্ষে হেরে। আগেরবার মেসিরা এই টুর্নামেন্টে খেলেছিল ২০২৩ সালে লিগস কাপে জয়ী হওয়ায়।
২০২৫ কনকাকাফ চ্যাম্পিয়ন কাপ শুরু হবে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে।
Leave a Reply