এই বছরের শুরুতে (৭ জানুয়ারি) পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ৭৮ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করা জার্মান কিংবদন্তির জার্সি নম্বরকে তুলে রাখল বায়ার্ন মিউনিখ। সাবেক ডিফেন্ডারকে শ্রদ্ধা জানিয়েই তার ৫ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়েছে বাভারিয়ানরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতি দিয়ে বায়ার্ন লিখেছে, ‘চিরদিনের জন্য আমাদের কাইজার। ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের স্মৃতি জড়িত ৫ নম্বর জার্সিকে অবসরে পাঠাল বায়ার্ন।’
মিডফিল্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ডিফেন্ডার হিসেবে বিখ্যাত হন বেকেনবাওয়ার। রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পেয়ে নতুন এক ধারণার জন্ম দেন জার্মানির সাবেক অধিনায়ক। মাঠের পারফরম্যান্স ও ব্যক্তিত্বের কারণে সমর্থকদের হৃদয়ে ‘ডের কাইজার বা সম্রাট’ নামে জায়গা করে নিয়েছেন।
তার অধীনে ১৯৭২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ১৯৭৪ সালে বিশ্বকাপ জেতে জার্মানি। আর কোচ হিসেবে ১৯৯০ সালে জার্মানিকে বিশ্বকাপ জেতান বেকেনবাওয়ার।
Leave a Reply