1. news@impactnewsbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

বেকেনবাওয়েরের জার্সি ‘অবসরে’

ইমপ্যাক্ট অনলাইন
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার
সংগৃহীত ছবি

এই বছরের শুরুতে (৭ জানুয়ারি) পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ৭৮ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করা জার্মান কিংবদন্তির জার্সি নম্বরকে তুলে রাখল বায়ার্ন মিউনিখ। সাবেক ডিফেন্ডারকে শ্রদ্ধা জানিয়েই তার ৫ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়েছে বাভারিয়ানরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতি দিয়ে বায়ার্ন লিখেছে, ‘চিরদিনের জন্য আমাদের কাইজার। ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের স্মৃতি জড়িত ৫ নম্বর জার্সিকে অবসরে পাঠাল বায়ার্ন।’

মিডফিল্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ডিফেন্ডার হিসেবে বিখ্যাত হন বেকেনবাওয়ার। রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পেয়ে নতুন এক ধারণার জন্ম দেন জার্মানির সাবেক অধিনায়ক। মাঠের পারফরম্যান্স ও ব্যক্তিত্বের কারণে সমর্থকদের হৃদয়ে ‘ডের কাইজার বা সম্রাট’ নামে জায়গা করে নিয়েছেন।

তার অধীনে ১৯৭২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ১৯৭৪ সালে বিশ্বকাপ জেতে জার্মানি। আর কোচ হিসেবে ১৯৯০ সালে জার্মানিকে বিশ্বকাপ জেতান বেকেনবাওয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved.
Design By Raytahost