1. news@impactnewsbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

জমকালো আয়োজনে উদ্বোধন হয়ে গেলো ০৪ ব্যাক বেঞ্চারস লীগ সিজন -৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বার

জমকালো আয়োজনে উদ্বোধন হয়ে গেলো ব্যাক বেঞ্চারস লীগ সিজন -৩

টুর্নামেন্ট এ মোট ৮ টি দল ২টি গ্রুপ এ ভাগ হয়ে একে অপরের সাথে মোকাবেলা করেব দলগুলা হলো বরিশাল বুলস, মেঘনা টাইটান্স, চিটাগাং মেরিনার্স, সিলেট ঠান্ডার্স, ঢাকা নাবাবাবস, রংপুর সুপার জায়ন্টস, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস

কুরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান এর শুরু হয় এরপর ট্রফি, জার্সি উন্মোচন এবং সংস্কৃতিক আয়োজনের মাধ্যমে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয়, অনুষ্ঠান এর সব চেয়ে আকর্ষণীয় সময় পার হয়েছে প্লেয়ার নিলাম এর ইভেন্ট।

টুর্নামেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে আছেন জনপ্রিয় মডেল ফজলে রাব্বি খান।

অনুষ্ঠান এ গান পরিবেশন করেন ০৪ ব্যাচ এর আল আমিন।

আরো পারফর্ম করেন ০৪ ব্যাচ এবং সিঙ্গার পাওয়ার ভয়েস এর মাজেদুর মানিক

এবং মুশফিক রাফি।

প্লেয়ার নিলাম কোঅর্ডিনেট করেন মাকসুদুল হাসান এবং প্রিন্স অভি।

প্লেয়ার নিলাম পরিচালনা করেন আরিফিন সুমন।

নিলাম পরিচালনার সহযোগী হিসাবে ছিলেন ফরহাদ খান, রাহাদ রাকিব এবং আরিফ।

কালচারাল অনুষ্ঠান পরিচালনা করেন বিপ্লব হোসেন ও হাবিবুর রহমান শাহীন।

টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা শুরু হবে ২০ ডিসেম্বর থেকে গ্রুপ পর্বে ২ টি গ্রুপ এ ভাগ হয়ে মোট ৮ টি দল অংশগ্রহণ করবে।

গ্রুপ পর্বের খেলা শেষ হলে ২টি গ্রুপ থেকে মোট ৪ টি দল সেমিফাইনাল খেলার জন্য যোগ্যতা অর্জন করবে।

টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২১শে ফেব্রুয়ারী ২৫।

উক্ত টুর্নামেন্ট এ স্পন্সর প্রতিষ্ঠান গুলা হলো

টাইটেল স্পন্সর – ড্রিম কম্পোজিট

কো- স্পন্সর – মিয়া গ্রুপ

সিলভার স্পন্সর- ক্যারাকাল এক্সপ্রেস,শুভ এয়ার সার্ভিস এবং এন এন জে কর্পোরেশন

এসোসিয়েটস স্পন্সর – আমরিন জুয়েলার্স, মিঠা পানির ইলিশ এবং ভিস্তা বে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved.
Design By Raytahost