1. news@impactnewsbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

হাজারীবাগে গলায় ওড়না পেচিয়ে এক ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার
প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগের টালি অফিস এলাকার একটি বাসায় মায়ের সাথে অভিমান করে আত্মা শামীমা ওরফে দিবা নামের ১৭ বছর বয়সি এক (এসএসসি) পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকালের দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার খালা রাশিদা বেগম জানান, আমার ভাগনী রাইফেল স্কয়ার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। আজ পড়াশোনার জন্য মা বকাঝকা করলে অভিমান করে নিজ রুমে গলায় ওড়না পেচিয়ে দুই হাতে টান দিলে সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

তিনি আরো বলেন, সে হাজারীবাগের টালি অফিস এলাকার মোঃ শামীম হোসেনের মেয়ে। নিহত দুই বোনের মধ্যে সে ছিল ছোট।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved.
Design By Raytahost