1. news@impactnewsbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম ও স্টামফোর্ড ইয়েস কর্তৃক আয়োজিত “ইন্ট্রা ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪” এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম ও স্টামফোর্ড ইয়েস কর্তৃক আয়োজিত “ইন্ট্রা ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪” এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান ট্রফি ও বলের মোড়ক উন্মোচন করে উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের কনভেনর মো. গোলাম রব্বানী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, ট্রেজারার অধ্যাপক ড. জিয়াউল হাসান, রেজিস্ট্রার মোঃ আব্দুল মতিন, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, পরিবেষ বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর ড.আহমদ কামরুজ্জামান মজুমদার, পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদা পারভীন, প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ফারহানা চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্পোর্টস ক্লাবের কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম লিমন সহ সকল সদস্যবৃন্দ।

এ টুর্নামেন্টে মোট ১২টি বিভাগের থেকে ১৬টি দল অংশগ্রহন করবে। আগামী ৩০শে নভেম্বর ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ এর মধ্যে ট্রফি বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved.
Design By Raytahost