1. news@impactnewsbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় খালাস পেলেন ১৩ জন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার
সংগৃহীত ছবি

সাত বছর আগে রাজধানীর দারুস সালাম এলাকায় বিস্ফোরণে সাতজনের মৃত্যুর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার ১৩ আসামি খালাস পেয়েছেন। ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম সম্প্রতি এ রায় দেন।

সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ২০১৭ সালে মিরপুরের একটি বাসায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য রাখার ঘটনার মামলা থেকে ১৩ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন হাবিবুল্লাহ বাহার, সৈয়দ নুরুল হুদা, আসিফুর রহমান, শাহাদাত হোসেন, সম্রাট মিয়া, সাব্বির এনাম, শেখ সায়েম আহমেদ, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, মো. আলম, গোলাম রাব্বি, হযরত আলী বিপ্লব ও সুলতানা পারভীন।

মামলার এজাহারে র‍্যাব বলেছিল, ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর দারুস সালাম থানার কমলপ্রভা নামের একটি বাসা থেকে মীর আকরামুল করিম ওরফে আবদুল্লাহ, তাঁর দুই স্ত্রী, দুই সন্তানসহ সাতজনের মরদেহ উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় র‍্যাবের তৎকালীন কর্মকর্তা নায়েক সুবেদার হারুন অর রশীদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১৪ মার্চ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন র‍্যাবের তৎকালীন সহকারী পরিচালক উনু মং। র‍্যাবের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের বিরুদ্ধে দারুসসালামের কমলপ্রভার বাসায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও দেশি অস্ত্র মজুত রেখে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved.
Design By Raytahost