1. news@impactnewsbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

যেকোনো উগ্রবাদকে প্রতিহত করতে হবে: জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইং

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার
সংগৃহীত ছবি

চট্টগ্রামে আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইং। একই সঙ্গে তাঁরা নতুন বাংলাদেশ গড়তে যেকোনো উগ্রবাদকে প্রতিহত করার আহ্বান জানান।

আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইংয়ের সদস্যরা এ কথা বলেন।

সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য আইনজীবী মানজুর আল মতিন বলেন, ‘আমাদের ভাই আলিফ খুন হয়েছেন। আমরা কখনো তাঁকে আর এই প্রাঙ্গণে পাব না। তিনি ফেসবুকে লিখেছিলেন সাম্য ও সম্প্রীতির কথা। আমরা নতুন বাংলাদেশ গড়তে এই সম্প্রীতির পথ ধরে এগোতে চাই। যেকোনো উগ্রবাদ, তা ধর্মের ভিত্তিতে হোক, আর যা কিছুর ভিত্তিতেই হোক, আমাদের তা প্রতিহত করতে হবে।’

আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, ‘আমাদের এই নতুন দেশে ধর্মীয় পরিচয়ে কেউ কোনো নাগরিক অধিকার পাবেন না। সবাই রাষ্ট্রের নাগরিক হিসেবে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে অধিকার প্রাপ্য হবেন। যেকোনো ধরনের উগ্রবাদকে প্রতিহত করতে আমরা সচেষ্ট থাকব। অতিসত্বর আলিফ হত্যার সঙ্গে জড়িত সব উগ্রবাদী খুনিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

সাইফুল ইসলাম হত্যাকাণ্ড নিয়ে কিছু দেশি ও বিদেশি গণমাধ্যম দেশের জনগণের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন আইনজীবী মুস্তাফিজুর রহমান মুকুল। তিনি বলেন, ‘আমরা তাঁদের সতর্ক করে দিতে চাই, জুলাইয়ে আপনাদের ভূমিকা আমরা ভুলিনি। আন্তর্জাতিক গণমাধ্যমকে বলব, আপনারা বাংলাদেশ প্রশ্নে দিল্লি বা অন্য কোনো শক্তির প্রেসক্রিপশন ফলো করবেন না।’

জাতীয় নাগরিক কমিটির সদস্য আইনজীবী সাকিল আহমাদের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আইনজীবী আলী নাছের খান বক্তব্য দেন। আইনজীবী মনিরুজ্জামান, এরশাদুল বারী মামুন, ইশরাত হাসান, রফিকুল ইসলাম জনি, আবদুল্লাহ আল আরিফ প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved.
Design By Raytahost