1. news@impactnewsbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

নীলফামারীতে ভোটার হতে গিয়ে ৪ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার
হাতকড়া : প্রতীকী ছবি

নীলফামারীতে ভোটার হতে গিয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গ্রেপ্তার হয়েছেন চার রোহিঙ্গা তরুণ। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রোহিঙ্গারা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলী রোহিঙ্গা ক্যাম্প সাবব্লক-এফ/১৫–এর বাসিন্দা আমজাদ (২৪), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্লক-জি/২–এর আরাফাত নূর (২৪), উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮-ই ব্লক-বি/২৭–এর আনছ ওরফে আনোজ ওরফে আরোশ (২৪) এবং উখিয়া পূর্বদরহাবিল গ্রামের হাফিজ উল্লাহ্ (২৫)। নীলফামারী সদর উপজেলার পূর্বদরহাবিল গ্রামের এক নারীকে বিয়ে করে সেখানে বসবাস করছিলেন হাফিজ উল্লাহ।

এর আগে গত সোমবার রাতে ওই রোহিঙ্গা তরুণদের বিরুদ্ধে থানায় মামলা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আযম। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার পরির্দশক এম আর সাঈদ।

এ বিষয়ে মামলাটির বাদী ও জেলা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আযম বলেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য গত সোমবার বেলা আড়াইটার দিকে ওই চার তরুণ তাঁর কার্যালয়ে আসেন। তাঁরা নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিতপাড়া গ্রামে ভোটার হওয়ার জন্য আবেদন করেন। তাঁদের জন্ম নিবন্ধন ও মা-বাবার জাতীয় পরিচয়পত্রসহ সংযুক্ত সব কাগজপত্র ভুয়া। প্রত্যেকেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন। জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের রোহিঙ্গা নাগরিক এবং কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করেন। চট্টগ্রামের নূর মোহাম্মদ ও নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের দক্ষিণ পঞ্চপুকুর গ্রামের সাদেকুল ইসলামের মাধ্যমে তাঁরা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পর্যন্ত আসেন বলে দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved.
Design By Raytahost