1. news@impactnewsbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

সিলেটের শিরোপা প্রথমবার জাতীয় ক্রিকেট লিগে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার
সংগৃহীত ছবি

প্রথমবার জাতীয় ক্রিকেট লিগ শিরোপা জিতলো সিলেট বিভাগ। সকালে ঘরের মাঠে বরিশালের দেয়া ১০৫ রানের টার্গেট ৫ উইকেট হারিয়ে চতুর্থ জয় তুলে নিয়েছে তারা। তাতে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিয় হয় সিলেটের।

৬ খেলায় সিলেটের পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৩৭। রাজশাহী বিভাগের সঙ্গে আরো একটি ম্যাচ বাকি তাদের। সে ম্যাচ যদি হারেও তারা, ৩৭ পয়েন্ট ছুতে পারবে না প্রতিদ্বন্দ্বী দলগুলোর কেউ। ঢাকা বিভাগের পয়েন্ট ২৫, শেষ ম্যাচ জিতলে সর্বোচ্চ ৩৫ হতে পারে তাদের। রংপুর-ঢাকা মেট্রোর ম্যাচ ড্র হওয়ায় তাদেরও সম্ভাবনা নেই শেষ ম্যাচ জিতে সিলেটের ৩৭কে টপকানোর।

প্রথম ইনিংসে বরিশাল ৩০৪ রান করার পর সিলেট করে ৩৪২। গতকাল তৃতীয় দিনের সৈয়দ খালিদ আহমেদ, নাসমু আহমেদরা মিলে বরিশালের দ্বিতীয় ইনিংস মুড়ে দেয় ১৪২ রানে। জয়ের জন্য শেষ দিনের সিলেটের দরকার পড়ে ১০৪ রান। আজ সকালে ২৭ রানের মধ্যে ৩টি উইকেট হারালেও অধিনায়ক অমিত হাসান ও নাসুম আহমেদ দ্রুত ব্যাট চালিয়ে ২৭.৩ ওভারেই তুলে নেন জয়। প্রথম ইনিংসে ফিফটি করা নাসুম দ্বিতীয় ইনিংসে ৫২ বলে করেছেন ৪৪। আর ৫৬ রান করা অমিত দ্বিতীয় ইনিংসে অপরাজিত থেকে যান ৩৮ করে। ১০ ইনিংসে ৮২.৬৩ গড়ে তার সংগ্রহ দাড়ালো ৬৬১, যা এবারের লিগে সর্বোচ্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved.
Design By Raytahost